রাজ্যের খবর

স্বাস্থ্য মানচিত্রের উজ্বল ছবি ধরা পড়ছে শান্তিপুরে,ভোলবদল করা হচ্ছে জেলা হাসপাতালের

The bright picture of the health map is being caught in Shantipur, the district hospital is being changed

The Truth of Bengal: কলকাতার হাসপাতালের প্রতি নির্ভরতা কমাতে জেলা হাসপাতালের ভোলবদল করা হচ্ছে। বদলে যাচ্ছে পরিকাঠামো থেকে পরিষেবার মাণ। এবার স্বাস্থ্য মানচিত্রের উজ্বল ছবি ধরা পড়ছে শান্তিপুরে। সেখানে হাসপাতালকে ঢেলে সাজানো হচ্ছে। এলাকার হাসপাতাল বিশ্বমাণের পরিষেবা মেলায় রোগীও রোগীর পরিজনরা স্বস্তি পাচ্ছে। বাংলার বাইরে চিকিত্সা করাতে যাওয়ার ঝোঁক কমছে। কারণ,এই রাজ্যেই মিলছে উন্নত মাণের পরিষেবা।আর এবার রেফার রোগ সারাতে বাংলার স্বাস্থ্য দফতরের নয়া দাওয়াই। সাজিয়ে তোলা হচ্ছে জেলা হাসপাতাল ও ব্লক হাসপাতালকেও। যাতে আর জেলা থেকে মানুষ কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে না আসেন। সেজন্য জেলা হাসপাতালের পরিকাঠামোর আমূল বদল আনা হচ্ছে।

  • গ্রামীণ পরিকাঠামো নির্মাণ ব্যয় ৪হাজার কোটি
  • পুর এলাকায় ব্যয় হয় ২৩০০ কোটি টাকা
  • ১৭০০ কোটি টাকায় গ্রামীণ স্বাস্থ্যের বিকাশ
  •  আগে শান্তিপুর থেকে রাণাঘাটে আসতে হত
  • এখন শান্তিপুর হাসপাতালেই মিলছে উন্নত পরিষেবা
  • শান্তিপুরে সিটি স্ক্যান বসানোর উদ্যোগ বিধায়কের
  • বিধায়ক তহবিলের অর্থে হাসপাতালের ভোলবদল
  • ১.৫কোটি টাকা ব্যয়ে  সৌন্দর্যায়নের কাজ শুরু

শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী স্বাস্থ্যের নেটওয়ার্ক শক্তিশালী করার কাজে উদ্যোগী হয়েছেন।সেজন্যই নিজের উদ্যোগে বিধায়ক তহবিল থেকে এই উন্নয়নের কাজ জোরদার হচ্ছে। হাসপাতালের সুপার মেনে নিচ্ছেন,বিধায়কের মতোই স্বাস্থ্যদফতরের উদ্যোগে চিকিত্সার প্রাণকেন্দ্রে প্রাণ ফিরছে। তাই জনস্বাস্থ্যের জরুরি কাজ কিভাবে তরান্বিত হচ্ছে তাও লক্ষ্যণীয়। সাধারণ মানুষ স্থানীয় এলাকায় যাবতীয় পরিষেবা মেলায় এখন অনেকটাই উপকৃত হচ্ছেন বলে অনেকেই জানিয়েছেন। তাই পরিকাঠামোর সুযোগ বাড়ায় আর বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে না রোগীদের।

Related Articles