ডোবা থেকে চাষির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
The body of the farmer was recovered from the sink

Truth Of Bengal : নদিয়া : মাধব দেবনাথ : চাষের জমির ডোবা থেকে এক চাষীর মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের চর সরাগর এলাকার ঘটনা। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, মৃত চাষীর নাম পল্লব বিশ্বাস। বয়স আনুমানিক ৬৫ বছর। প্রতিবেশীদের দাবি, ওই চাষীর বাড়ির পাশে রয়েছে চাষের জমি সেখানে ডোবা থাকার কারণে তিনি পাট জাগ দিয়েছিলেন। গতকাল বিকেলে সেই পাট দেখতে যান তিনি। সেই সময় ভারী বৃষ্টি পড়ছিল। বেশ কয়েক ঘন্টা বাড়িতে না ফিরে আসলে তখনই পরিবার ও প্রতিবেশীরা খোঁজখবর নিতে শুরু করে। এরপর চাষের জমির ডোবায় গিয়ে দেখে, ওই চাষী মুখ থুবড়ে ভেসে রয়েছে। ডোবা থেকে তুলে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
রাতে মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ মঙ্গলবার ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। যদিও ৬৫ বছর বয়সী চাষীর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া। তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান, গতকাল সারাদিনই অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। সেই কারণে ডোবার জল পরিপূর্ণ ছিল। হয়তো অসাবধানতাবশত তিনি নিজেকে সামলাতে না পারায় এইভাবে তার মৃত্যু ঘটেছে। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।