
The Truth of Bengal: শ্রীরামপুর মহকুমার অন্যতম প্রাচীন পুরসভা উত্তরপাড়া। ১৮৫৩সালে এই পুরসভার জন্ম হয় জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের হাত ধরে। বর্ধিষ্ণু শহরের অতীত ঐতিহ্যকে ধরে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রশাসন আমূল বদল করে উত্তরপাড়া-কোতরং পুরএলাকার। এরমাঝে সেই পুরএলাকার সম্প্রসারণের কাজে এগিয়ে এল প্রশাসন। উত্তরপাড়া-কোতরং পুরসভার সঙ্গে যুক্ত করা হচ্ছে কানাইপুর-রঘুনাথপুর পঞ্চায়েতকে। রাস্তা থেকে পানীয় জল,ন্যূনতম পরিষেবা থেকে প্রয়োজনীয় পরিকাঠামো সবের পরিবর্তন লক্ষ্যণীয়।
অভিযোগ,বাম আমলে সুভাষ চক্রবর্তী এই পুরএলাকার সংযোজন ঘটিয়ে কানাইপুরও রঘুনাথপুরের উত্তোরণের কথা দেন।কিন্তু সেই কথা রাখেনি বামেরা।মাকলা পুরসভায় যুক্ত হলেও বঞ্চিত থাকে কানাইপুরও রঘুনাথপুর। এখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার পুরসভার এই সংযোজনের কথা তুলে ধরে প্রচার জোরদার করছে।বিধায়ক কাঞ্চন মল্লিক পরিষেবার মাণোন্নয়ন থেকে ন্যূনতম পরিষেবার ভোলবদলের কথা বলেন।সম্পূর্ণ বিষয়টা রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।
সরকারি সিদ্ধান্তের শিলমোহর মেলায় এখন আশায় দিন গুণছেন পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।উত্তোরণের নব পর্যায়ে প্রবেশ করার আগে সবার মধ্যে আলাদা আনন্দের লহর বইছে। জনতার মধ্যেও বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে চাইছিল এই এলাকার উন্নয়নের পরিষেবার শ্রীবৃদ্ধি হোক। উত্তরপা়ড়ার বাসিন্দারা চান,ন্যূনতম পরিষেবা বা়ড়লে সাধারণ মানুষের সুরাহা হবে।এখন সেই সুদিনের অপেক্ষাতেই হুগলির এই প্রান্তিক এলাকার মানুষ।
Free Access