ফসল বাঁচাতে গিয়ে ঘটল অঘটন! ঝাড়গ্রামে হাতির হামলায় জখম যুবক
The accident occurred while saving crops! Youth injured in elephant attack in Jhargram

Truth Of Bengal : ঝাড়গ্রাম : ঝাড়গ্রামের লালগড়ে ফসল বাঁচাতে গিয়ে হাতির হামলায় জখম এক যুবক। ঝাড়গ্রাম জেলার বন দফতরের লালগড় রেঞ্জ ও লালগড় বিট এর অন্তর্গত বাঁধগোড়া এলাকায় প্রায় ১৭ টি হাতির দল শুক্রবার রাতে খাবারের সন্ধানে ঢুকে পড়ে। হাতির দলটি ওই গ্রামে ঢুকে চাষের জমিতে গিয়ে তান্ডব চালায়। হাতির তান্ডবের হাত থেকে চাষের জমিতে থাকা ফসল বাঁচাতে বাঁধগোড়া গ্রামের প্রায় ২২ বছর বয়সী এক যুবক কালু মানা শনিবার ভোরে মাঠে যায়।
সেই সময় একটি হাতি তাকে পা দিয়ে পিষে দেয়। এরপর গ্রামবাসীরা হাতির দলটিকে ওই এলাকা থেকে সরিয়ে হাতির হামলায় গুরুতর জখম কালু মানা নামে ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। ওই যুবকের অবস্থা সংকট জনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়। যার ফলে দূর্গা পুজোর মুখে হাতির হামলার ঘটনাটি ঘটায় ওই এলাকা জুড়ে হাতির হামলার আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গল এলাকার রাস্তা দিয়ে রাতের বেলায় যাতায়াত করতে নিষেধ করা হয়েছে।