রাজ্যের খবর

উত্তর দিনাজপুরে অনুষ্ঠিত হতে চলেছে ৩০ তম জেলা বইমেলা

The 30th District Book Fair is going to be held in Uttar Dinajpur

Truth Of Bengal: ভাষা দিয়ে সম্প্রীতি গড়বো। এই বার্তাকে সামনে রেখে আগামী ৩০শে ডিসেম্বর থেকে ৭ দিন ব্যাপী ৩০ তম উত্তর দিনাজপুর জেলা বইমেলা শুরু হচ্ছে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে।

ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে জেলা বইমেলার। বৃহস্পতিবার সন্ধ্যায় বইমেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠে আসেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, সঙ্গে ছিলেন রায়গঞ্জ মহকুমা শাসক কিংশুক মাইতি, জেলা তথ্য ও সাংস্কৃতিক দফতরের আধিকারিক শুভম চক্রবর্তী, পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হীরন্ময় সরকার, জেলা পরিষদের দুই কর্মাধক্ষ্য নিতাই বৈশ্য, লতা সরকার সহ অন্যান্যরা।

এদিন জেলা পরিষদের সভাপতি পম্পা পাল বলেন উত্তর দিনাজপুর জেলা ৩০ তম বই মেলা কালিয়াঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে হচ্ছে। কালিয়াগঞ্জের বই মেলা বিগত ৬ বছর হয়েছে সুনামের সাথে। বিগত বছরগুলির সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে এবারের বইমেলা, অন্তত এমনটাই মনে করছেন বইমেলার উদ্যোক্তারা। এই বই মেলায় সাত দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেই জানা গিয়েছে।

Related Articles