
The Truth of Bengal: ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুরের চাঁদপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে শনিবার রাত্রি ১১ঃ৫০ নাগাদ দাসপুরের চাঁদপুরে একটি মালবাহী লরির সাথে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
একেবারে ডুমরে মুচড়ে যায় পিকআপ ভ্যানটি দুর্ঘটনার জেরে পিকআপ ভ্যানের ড্রাইভার গাড়ির মধ্যেই আটকে যায়। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয় মানুষজন। খবর যায় দাসপুর থানায়। দাসপুর থানার পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় প্রায় এক ঘন্টা পর তাকে গাড়ি থেকে উদ্ধার করা সম্ভব হয়।
গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার ফলে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে দেখা দেয় তীব্র যানজট দীর্ঘক্ষণের পুলিশের প্রচেষ্টার পর শুরু হয় যান চলাচল।