ভয়াবহ ঘটনা! জাতীয় সড়কে তিনটি গাড়িতে আগুন,চাঞ্চল্য এলাকায়
Terrible incident! Three cars caught fire on the national highway

The Truth Of Bengal,নদিয়া,মাধব দেবনাথ : সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড নদিয়ার জাতীয় সড়কে । পরপর তিনটি গাড়িতে আগুন লাগে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বাবলা ১২ নম্বর জাতীয় সড়কের।
সূত্রের খবর,বাবলা ১২ নম্বর জাতীয় সড়কের অদ্বৈত পাঠ সংলগ্ন এলাকায় সার বোঝাই একটি পাঞ্জাব লরি দাঁড়িয়েছিল। হঠাৎ একটি টোটো গাড়ি এসে ওই পাঞ্জাব লরিতে ধাক্কা মারলে আগুন লেগে যায় টোটো গাড়িতে।। সেই আগুন আচমকা দাঁড়িয়ে থাকা সার বোঝাই লরিতে লেগে যায় আগুন। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল একটি চিপস এবং পাপড় বোঝাই গাড়ি। পাশ দিয়ে যাওয়ার সময় সেই গাড়িটিতেও আগুন লেগে যায়। নিমেষের মধ্যে তিনটি গাড়িতেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আগুনে পুড়ে গুরুতর জখম হয় টোটো চালক। উল্লেখ্য,স্থানীয়রা আহত টোটো চালক কে তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায় দাঁড়িয়ে থাকা সার্বজাই গাড়ির চালক এবং খালাসী তখন চা খাওয়ার জন্য রাস্তায় নেমেছিল। অন্যদিকে চিপস এবং পাপড় বোঝাই গাড়ির চালক এবং খালাসী তাদের গাড়িতে আগুন লাগা দেখে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এরপর এই এলাকাবাসী চিৎকার চেঁচামেচি করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে শান্তিপুর থানার পুলিশ এবং দমকলের কর্মীরা। প্রায় দুই ঘন্টা ধরে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে দমকলের একটি ইঞ্জিন। এরপর ঘটনাস্থলে আসে আরও একটি ইঞ্জিন। এখনো দুটি গাড়িতে আগুন জ্বলছে। অন্যদিকে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকলের কর্মীরা। হঠাৎ কি কারনে আগুন লাগলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।