রাজ্যের খবর
কালিয়াচকে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২, আহত ১
Terrible accident in Kaliachak, 2 dead, 1 injured

Truth Of Bengal: মালদার কালিয়াচকে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বুধবার রাতে একটি টোটোর সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। তারপর বাইকের যাত্রীরা ছিটকে ডাম্পারের চাকার নিচে চলে যায়, চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দু’জন, সঙ্গে আরও এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার অন্তর্গত সালেপুর এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, কালিয়াচক থেকে একটি বাইক করে তিনজন যাত্রী মালদার দিকে যাচ্ছিল। হঠাৎ সালেপুর এলাকায় টোটোর নিচে বাইক-এর ধাক্কা লাগে। যার জেরে ছিটকে পড়ে একটি ডাম্পারের নিচে চলে যায় যাত্রীরা। এই দুর্ঘটনার পর লরি চালক পলিয়ে যায়। রীতিমত উত্তেজনা ছড়ায় এলাকায়।