
The Truth of Bengal: দক্ষিণ ২৪ পরগনার গৌড়দহ স্টেশন সংলগ্ন এলাকায় চোখ টানতে বাধ্য একটি স্কুল ভবন। ভবনটির বাইরে থেকে ভেতরে ক্লাসরুমের দেওয়াল মুড়ে ফেলা হয়েছে নানা চিত্রে। আর সেই নান্দনিকতা বদলে দিয়ে এই স্কুলের রূপ। সুন্দর দেওয়াল চিত্রে সেজে উঠেছে গোটা স্কুল। অন্যরকম শিক্ষাদান করা হচ্ছে দীননাথ স্মৃতি বিদ্যামন্দিরে উদ্যোগে। শিক্ষার অঙ্গ হিসাবে ছবিতে শিক্ষাদানের অভিনব পদ্ধতি ছাত্রছাত্রীদের কাছে শিক্ষা অর্জন সহজ হয়ে যাচ্ছে।
স্কুলের সিঁড়ির ধাপ থেকে শুরু হয়ে ক্লাসরুমের মধ্যে সৌরজগতের সম্পূর্ণ গ্রহ নক্ষত্র তুলে ধরা হয়েছে। জীবন বিজ্ঞানে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের কথা তুলে ধরা হয়েছে নানা ছবির মাধ্যমে। দীননাথ স্মৃতি বিদ্যামন্দিরে। দক্ষিণ ২৪ পরগনার এই এলাকায় এখনও তেমন নামি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।
সেই এলাকার পড়ুয়াদের জন্য এমন আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হল। এই স্কুলে বাংলা মিডিয়ামের সঙ্গে ইংরেজির ওপর জোর দেওয়া হয়। বর্তমান যুগে ইংরেজি মাধ্যম স্কুলগুলি টাকার জন্য সন্তানদের পাঠাতে পারেন না অভিভাবকরা। তাদের কথা চিন্তা করে সবার জন্য শিক্ষাদান— এই আপ্তবাক্য সামনে রেখে চলছে অভিনব স্কুল। অন্যরকম পরিবেশে পড়ার সুযোগ পেয়ে খুশি পড়ুয়ারা।