চাকরি বাতিলের জেরে স্কুলে পঠনপাঠন চালাতে ভরসা পার্শ্ব শিক্ষকরা
Teachers reluctant to continue teaching in schools after job cancellation

Truth Of Bengal: হুগলি ,রাকেশ চক্রবর্তী: শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে,আর এই সময়ে স্কুলে পঠনপাঠন চালাতে ভরসা পার্শ্ব শিক্ষকরা।এবার বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ তৈরি করে আন্দোলনের ডাক দিলেন তারা।শুক্রবার হুগলির ফুরফুরা সরিফে নিজেদের মধ্যে সভা করে আগামী দিনের আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেন পার্শ্ব শিক্ষকরা।
নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি,সমন্বয় সমিতি, রাজ্য পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি সহ কয়েকটি সংগঠন মিলে এই আন্দোলনে নামেন। তাঁরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আগামী ১৬ ও ১৭ এপ্রিল কোনো কাজ করবেন না তারা। সর্বশিক্ষার সমস্ত অংশের শিক্ষক-শিক্ষা কর্মী যারা,প্যারা টিচার রয়েছেন তাঁরাও সামিল হবে।গণ কনভেনশনের মধ্য দিয়ে জেলাশাসক অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে এদিন।পাশাপাশি ২৩ এপ্রিল প্রায় ৪০-৫০ হাজার পার্শ্ব শিক্ষক ও সর্বশিক্ষার কর্মীদের নিয়ে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এবং এই আন্দোলন লাগাতার চলবে।
পার্শ্ব শিক্ষিকা দেবশ্রী অধিকারী বলেন,আমাদের উপর চাপ পড়ে গেছে এখন।শিক্ষকদের চাকরি বাতিল হওয়ায় আমাদের প্রায় সবকিছু সামলাতে হচ্ছে। সেইজন্য আমাদের পে স্কেল চালু করার দাবি তোলা হয়েছে। ইতিমধ্যেই এই দাবি তুলে দফায় দফায় চলছে বিক্ষোভ কর্মসূচী।