স্কুল থেকে উদ্ধার শিক্ষকের ঝুলন্ত দেহ, আত্মহত্যা নাকি খুন? ধন্দে পুলিশ
Teacher's hanging body found in school, suicide or murder? Police investigating

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের গ্রিনপার্ক এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাসরুম থেকে এক শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম রাজেশ রজক (২৮)। তিনি নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরের বাসিন্দা। ওই স্কুলে হিন্দি পড়াতেন তিনি। রাজেশ শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে শেষে স্কুলে যান। সেখানে একটি ক্লাসরুমে তার ঝুলন্ত দেহ দেখতে পান তারা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যান রাজেশ এবং এরপর দুপুরে স্কুলে তার মৃতদেহ পাওয়া যায়। স্কুলের চাবি রাজেশের কাছে ছিল, তাই পরিবারের ধারণা ছিল যে তিনি স্কুলে গিয়েছেন।
পুলিশ এই ঘটনার পেছনে আত্মহত্যার সম্ভাবনার কথা তুলে ধরেছে, তবে ময়নাতদন্তের রিপোর্টের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। এছাড়া, স্কুলের সহকর্মী এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ। খুনের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি।