রাজ্যের খবর

চা বাগানের জমি বিক্রির অভিযোগ, প্রতিবাদের আন্দোলনে চা শ্রমিকরা

Tea workers are protesting against the sale of tea plantation land

The Truth of Bengal: রুগ্ন চা বাগানের জন্য অনেক কথা বলেছিল বিজেপি। গত লোকসভা ও বিধানসভা ভোটের সময় প্রচারে এসে বড় বড় বিজেপি ঘোষণা করেছিল চা বাগানের হাল ফেরাতে অনেক পদক্ষেপ করা হবে। কিন্তু, সে সব কিছুই হয়নি। উল্টে অনেক চা বাগান বন্ধ হয়ে গিয়েছে। এমন অবস্থায় রাজ্য সরকার বাগান রুগ্ন হওয়া ও বন্ধ হওয়া আটকাতে সক্রিয়। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে অনেক বাগান খুলেছে। চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্প এনে তাদের জমির পাট্টা দেওয়া হয়েছে। একদিনে রাজ্য সরকার যখন এমন ইতিবাচক পদক্ষেপ করছে, তখন মালিকপক্ষের বিরুদ্ধে বাগানের জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছে। শ্রমিকদের অন্ধকারে রেখে চা বাগানের জমি টুকরো টুকরো করে বিক্রির করে দেওয়ার অভিযোগ উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের ঋদ্ধি সিদ্ধি টি এস্টেটের বিরুদ্ধে। এই চা বাগানে প্রায় ২০০ শ্রমিক কাজ করেন। হঠাৎ করে বাগান বিক্রির কথা জানতে পেরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

মালিকপক্ষ চা বাগানটি জমি টুকরো টুকরো করে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের। এতে শ্রমিকরা কাজ হারানোর আশঙ্কা করছে। সেই শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, জমি বিক্রি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন করবে তারা।

শ্রমিকদের দাবি, মালিকপক্ষ এই বাগান অন্য কোনও কোম্পানির কাছে বিক্রি করলে তাদের কোনও সমস্যা নেই। সে ক্ষেত্রে তাদের কাজ হারানোর আশঙ্কা দেখে দিত না। কিন্তু মালিকপক্ষ দালালদের মাধ্যমে জমি বিক্রি করে দিচ্ছেন বলে তাদের অভিযোগ। তবে যে কোনও মূল্যে তারা এই কাজ আটকাবেন বলে জানিয়েছেন। রাজ্যের শাসক দল পাশে দাঁড়ানোয় জোর পাচ্ছেন শ্রমিকরা।

Related Articles