ধর্নায় বসলেন তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Tamluk Lok Sabha BJP candidate Abhijit Gangopadhyay sat on dharna

The Truth Of Bengal : ধর্নায় বসলেন তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার আপ্তসহায়কের বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদে সেখানে গিয়ে ধর্নায় বসেন অভিজিৎ। বিজেপি প্রার্থীর অভিযোগ, ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম কুণ্ডু যিনি আবার অশোক দিন্দার আপ্ত সহায়ক তিনি ‘মিসিং’ রয়েছেন। গৌতমের স্ত্রীর কাছ থেকে এই অভিযোগ পেয়েই তাঁর বাড়িতে চলে যান তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী। সেখানে গিয়ে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে ধর্নায় বসে পড়েন।
এদিন সকাল থেকে একাধিকবার বিক্ষোভের মুখে পড়েন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হলদিয়ায় একটি বুথের বাইরে তাঁর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। প্রাক্তন বিচারপতিকে লক্ষ্য করে কখনও ‘চোর চোর’ স্লোগান ওঠে। আবার কখনও ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। অভিজিৎ সেই বিক্ষোভের মুখে প্রথম দিকে সংযত থাকলেও পরে হঠাৎ মেজাজ হারান। তাঁকে বলতে শোনা যায়, ‘বিক্ষোভ দেখালে হাড়গোড় ভাঙা হবে।’
পরে এই বিক্ষোভ সম্পর্কে অভিজিৎ বলেন, ‘স্লোগান দিচ্ছে তো আমি কী করব? এখানে ছাপ্পা দেওয়া হচ্ছে অভিযোগ পেয়ে এসেছি। কিউআরটি টিমকে খবর দিয়েছি। তাদের আসার জন্য অপেক্ষা করছি।’ কিছুক্ষণ পর কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছয়। লাঠি উঁচিয়ে ভিড় সরিয়ে দেয় তারা। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুথ থেকে নিরাপদে বেরিয়ে যান। তবে এলাকায় উত্তেজনা রয়েছে। দুপুরের পর ময়নায় গিয়ে ধর্নায় বসেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।