রাজ্যের খবর

জোড়া আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য এলাকাজুড়ে

Mother and daughter suicide attempts

The Truth of Bengal: মা ও মেয়ে এক সঙ্গে আত্মহত্যা। একজন গলায় দড়ি দিয়ে অন্যজন হাতের শিরা কেটে। ঘটনায় একজনকে বাঁচানো গেলেও প্রাণে বাঁচানো যায়নি অপরজনকে। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগর ক্রাইফার রোড সংলগ্ন এলাকায় অরণি এপার্টমেন্টে। মৃত মেয়ের নাম বিপাশা মুখার্জি, আহত মা কৃষ্ণা মুখার্জি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, অরনি অ্যাপার্টমেন্টে বছর ৭ আগে ফ্ল্যাট কিনে থাকতে আসেন মুখার্জি পরিবার। বুদ্ধদেব মুখার্জি ও কৃষ্ণা মুখার্জির একমাত্র মেয়ে ছিলেন বিপাশা । বছর ৩৫ এর পিপাসা ছিলেন অবিবাহিত। তাদের সংসার চলত মা ও বাবার পেনশনের টাকায়। বাবা বুদ্ধদেব মুখার্জি শারীরিকভাবে অসুস্থ এবং শয্যাশায়ী। পারিবারিক অবস্থার অবনতি ও মানসিক অবসাদের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বিপাশা।

মেয়ের আত্মহত্যা দেখে তার মা কৃষ্ণা মুখার্জি ও হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশী আবাসিকরা এসে কৃষ্ণা কে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তিনি প্রাণে বেঁচে যান। তবে তার মেয়ে বিপাশা গলায় দড়ি দিয়ে মারা যায়। ঘটনাস্থলে কোন্নগর ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য।

Related Articles