আচমকা অসুস্থ জ্যোতিপ্রিয়, জেল থেকে আনা হয় পিজিতে, কি বললেন চিকিৎসক
Suddenly sick Jyotipriyo, brought from jail to PG, what did the doctor say

The Truth Of Bengal : প্রেসিডেন্সি জেলে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ হয়ে পড়লেন। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে বুকে ব্যথা অনুভব করেন তিনি। রাতেই তাঁকে অ্যাম্বুলেন্সে করে প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। কার্ডিওলজি এবং মেডিসিন বিভাগের চিকিৎসকেরা জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য পরীক্ষা করেন। হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীর বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়। সেই মত প্রয়োজনীয় ওষুধপত্র দেন চিকিৎসকেরা। তবে ভর্তির প্রয়োজন নেই জানিয়ে দেওয়ার পরে, রাতেই জ্যোতিপ্রিয়কে আবার সংশোধনাগারে ফেরত নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে জ্যোতিপ্রিয় মল্লিকের আচমকা বুকে ব্যথা অনুভব হয়, সেই কারণ স্পষ্ট করেনি এসএসকেএম হাসপাতাল। রেশন দুর্নীতি মামলায় গত অক্টোবর মাসে ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী।
তখন গ্রেফতার হওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তখনও তাঁকে পিজি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছিল। জানা গিয়েছিল, প্রাক্তন মন্ত্রীর রক্তচাপ অস্বাভাবিক হারে কমতে থাকায় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে কিছুদিন আইসিইউতে রাখেন। উল্লেখ্য, প্রাক্তন খাদ্যমন্ত্রীর কিডনি ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে। ফের এবার অসুস্থ হয়ে পড়লেন। গত ১৬ জুলাই হাইকোর্টে জ্যোতিপ্রিয়ের জামিন মামলায় তাঁর আইনজীবী জানান, প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা ভাল নেই। নিম্ন আদালতেও প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁর আইনজীবী। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে এর আগেও একাধিক বার জামিন চেয়েছেন জ্যোতিপ্রিয়। যদিও তাঁর জামিন এখনও মঞ্জুর করেনি আদালত।