রাজ্যের খবর

চন্দননগরে পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

Student dies after drowning in pond in Chandannagar, shadow of mourning spreads across the area

Truth of Bengal: রাকেশ চক্রবর্তী, হুগলি: চন্দননগরের ডুপ্লেক্স পট্টি কুমোরপাড়া এলাকায় ঘটে গেল হৃদয়বিদারক এক দুর্ঘটনা। পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল অষ্টম শ্রেণির ছাত্র সায়ন পালের ( ১২)। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোক।

জানা গিয়েছে, রবিবার বিকেলে খেলাধুলার শেষে সায়ন ও তার তিন বন্ধু চন্দননগরের লালবাগান এলাকার একটি পুকুরে স্নান করতে যায়। স্নান করার সময় আচমকাই জলে তলিয়ে যায় সায়ন। বন্ধুরা বুঝতে পেরে তৎক্ষণাৎ চিৎকার করে স্থানীয়দের ডাক দেয়। স্থানীয়রা এসে পুকুরে নেমে সায়নকে উদ্ধার করেন এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সায়নের বাবা সুজিত পাল বলেন, “ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। পরে খবর পেয়ে ছুটে আসি। সায়ন সাঁতার জানত না, তাই কিছুতেই বুঝতে পারছি না, কেন সে পুকুরে নামল।”

সায়ন ছিল পরিবারের একমাত্র সন্তান। তার অকাল মৃত্যুতে পরিবার কার্যত ভেঙে পড়েছে। এলাকা জুড়ে শোকের আবহ। প্রতিবেশীরাও এই মর্মান্তিক ঘটনার অভিঘাতে বাকরুদ্ধ। মঙ্গলবার সকালে সায়নের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। স্থানীয় প্রশাসনের তরফে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

 

Related Articles