রাজ্যের খবর

স্কুলে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পার চাপা পড়ে মৃত ছাত্র

Student dies after being run over by dumper on way to school

Truth of Bengal: বাবার সাথে স্কুল যাওয়ার পথে দুর্ঘটনা মৃত্যু ছেলের। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানা এলাকায়। এই দুর্ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। টোল প্লাজায় চালায় উত্তেজিত জনতা। আগুন লাগিয়ে দেওয়া হয় পার্শ্ববর্তী পাথর খাদানের অফিসে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।

বীরভূমের মুরারই থানা এলাকার বটতলা মোহরা পুর অঞ্চলের বাসিন্দা নাইকি হাঁসদা। মঙ্গলবার সকালে ৬ বছরের ছেলে নাজেস হাঁসদাকে স্কুলে দিতে যাচ্ছিলেন তিনি। রাজগ্রাম থেকে পাহাড়ের রাস্তার দিকে যাওয়ার পথে সন্তোষপুরে ঘটে দুর্ঘটনা।

জানা গিয়েছে, সন্তোষপুরে রাস্তার পাশে একটি গ্যারেজ রয়েছে। ওই গ্যারাজে একটি ডাম্পার জগ দিয়ে উপরে তোলা ছিল। শোনা যাচ্ছে, ওই ডাম্পারটি বিপজ্জনক পরিস্থিতিতেই ছিল। নাইকি ও নাজেস যাওয়ার সময় কোনওভাবে ডাম্পারটি তাঁদের উপর পড়ে য়ায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট্ট নাজেসের। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।

উত্তেজিত জনতা পার্শ্ববর্তী টোল প্লাজায় রীতিমতো ভাঙচুর চালায়। আগুন ধরিয়ে দেওয়া হয় পাথর খাদানের অফিসে। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন পাথরের ওভারলোডিং করা গাড়ি যাওয়ার ফলে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। তার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলেই দাবি এলাকাবাসীদের। এদিনের শিশুমৃত্যু স্থানীয় ক্ষোভকে উসকে দেয়। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যেই শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নাইকি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

Related Articles