পরীক্ষা দিতে যাবার পথে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু প্রথম বর্ষের এক ছাত্রীর
Student death In a train accident

The Truth of Bengal: পরীক্ষা দিতে যাবার পথে দুর্ঘটনা । ট্রেন ওঠার সময় পা পিছলে পরে গিয়ে দু পা কাটা পরল এক ছাত্রীর । ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার পলতায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, ওই ছাত্রীর নাম সুনীতা বর্মা। মহা দেবানন্দ মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্রী ছিলেন তিনি।
বৃহস্পতিবার সকালে পলতা স্টেশনে দাঁড়িয়েছিলেন তিনি। ট্রেন স্টেশনে ঢুকতেই ওঠার চেষ্টা করেন তিনি। ভিড়ের কারণে সেই সময় পা ফসকে পড়ে যান ওই ছাত্রী। পা আটকে যায় স্টেশন ও ট্রেনের মাঝে। আর্তনাদ শুরু করেন ওই ছাত্রী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে তাঁর পা। বর্তমানে ছাত্রীটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কান্নায় ভেঙে পড়েছে ছাত্রীর পরিবার। বছর তিন আগে তার বাবার মৃত্যু হয়েছে। তারপর মেয়ের এই ঘটনায় আরও ভেঙে পড়েছে পরিবার।