রাজ্যের খবর

কড়া পদক্ষেপ, নিয়ম ভাঙার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ৪১ নার্সিংহোমকে শোকজ

Strict action, notice issued to South 24 Parganas 41 nursing home for violating rules

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার একাধিক নার্সিংহোম সরকারি নিয়মকানুন মানতে উদাসীন। নিজেদের ইচ্ছেমতো চলার অভিযোগে এবার কঠোর পদক্ষেপ নিল জেলা স্বাস্থ্য দপ্তর। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অভিযুক্ত নার্সিংহোমগুলিকে শোকজ করেছেন। ২১ দিনের মধ্যে তাদের কাছ থেকে সন্তোষজনক জবাব চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক উত্তর না দিলে সেই নার্সিংহোমগুলিকে কালো তালিকাভুক্ত করা হবে।

স্বাস্থ্য দপ্তরে অভিযোগ উঠেছিল, দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি নার্সিংহোম রাজ্যের ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট মানছে না। নিয়ম ভাঙার এই খবর পেয়ে প্রশাসন তৎপর হয়। তদন্ত শুরু করে দেখা যায়, নার্সিংহোমগুলির আইসিইউ এবং সিসিইউ পরিষেবার মান, বেডের সংখ্যা, এবং চিকিৎসা বর্জ্য সঠিকভাবে নিষ্পত্তি করার ক্ষেত্রে গাফিলতি রয়েছে।

তদন্তের পর জানা যায়, ৪১টি নার্সিংহোম নিয়ম ভঙ্গ করেছে। এরপরই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোকজ নোটিশ পাঠান। নার্সিংহোম কর্তৃপক্ষকে জানানো হয়, তারা যদি ২১ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়, তবে তাদের কালো তালিকায় ফেলা হবে।

এ ঘটনায় স্বাস্থ্য প্রশাসন কড়া বার্তা দিয়ে নার্সিংহোমগুলিকে নিয়ম মেনে চলার জন্য সতর্ক করেছে। সরকারি নিয়মের বাইরে গিয়ে কোনো প্রতিষ্ঠান চালানো যাবে না, এমনটাই স্পষ্ট করে দিয়েছে প্রশাসন।

Related Articles