মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন অত্যাধুনিক হিমঘর, মাল্টি প্রোডাক্ট হিমঘর পেলেন চাষিরা
State-of-the-art cold storage was inaugurated by the Chief Minister

The Truth Of Bengal : কৃষিনির্ভর জেলা হুগলি। এই জেলায় বেশিরভাগ মানুষ চাষবাসের সঙ্গে যুক্ত। সেই জেলার খানাকুলে গড়ে উঠল মাল্টি প্রোডাক্ট সমবায় হিমঘর। এমন হিমঘর পেয়ে খুশি এলাকার চাষিরা। প্রায় ২০ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে খানাকুল এক নম্বর ব্লকের তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের হেলান তিলক চক এলাকায় এই সমবায় হিমঘরটি তৈরি হয়েছে। এই হিমঘরের ধারণক্ষমতা সাড়ে চার লক্ষ প্যাকেট। এখানে আলু ছাড়াও বাদাম, সবজি, ফল মিষ্টি সহ বিভিন্ন জিনিস সংরক্ষণ করতে পারবেন চাষিরা। ১৫ থেকে ২০টি গ্রামের মানুষ তো বটেই, আশপাশের এলাকার চাষিরাও উপকৃত হবেন।
১২ ফেব্রুয়ারি আরামবাগের কালীপুরে প্রশাসনিক সভা করতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক একাধিক প্রকল্প উদ্বোধন করেন তিনি। পাশাপাশি খানাকুলের মাল্টি চেম্বার এবং মাল্টি প্রোডাক্ট সমবায় হিমঘরের উদ্বোধনও করেন। এবার সেই হিমঘর চালু হয়েছে। এই বিষয়ে কৃষকরা জানান, এলাকায় মাল্টি প্রোডাক্ট হিমঘর হওয়ায় অনেকটাই সুবিধা পাওয়া যাবে।
আলু ছাড়াও বিভিন্ন ধরনের সবজি, বাদাম সহ একাধিক জিনিস রাখা যাবে সেখানে। এলাকার কৃষকরা বহুদিন ধরে এই এলাকায় একটা হিমঘর গড়ে তোলার জন্য সরকারের কাছে আবেদন করছিলেন। তাদের সেই আবেদন সেরা দিয়ে দাবি পূরণ করেছেন মুখ্যমন্ত্রী। খানাকুলে উন্নত মানের হিমঘর যে গড়ে তোলা হয়েছে সেখানে শুধু চাষের সামগ্রী নয় মিষ্টি সহ নানা জিনিস রাখতে পারবে সাধারণ মানুষ।
FREE ACCESS