রাজ্যের খবর

শ্রীরামপুরে হেলে পড়া বাড়ির হদিশ, ধরেছে ফাটলও, আতঙ্কে এলাকাবাসী

Srirampur: Locals panic as house collapses, cracks found

Truth Of Bengal: তিন বছর আগে তৈরী করা হয়েছিল আবাসনটি। এবার সেই আবাসনটি বসে যাওয়ার অভিযোগ করছেন প্রতিবেশীরা। এমনই ঘটনা ঘটেছে, হুগলির শ্রীরামপুরের কুমিরজলা রোড়ে আবাসনে। প্রতিবেশীরা এই বিষয় নিয়ে প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ করেছে। কিন্তু সেই অভিযোগ মানতে চাইনি প্রমোটার।

স্থানীয় কাউন্সিলের দাবি, এই বিষয়টি পৌর কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।  শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যানের দাবি, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রোমোটারের থেকে কাগজপত্র চাওয়া হয়েছে। এই নিয়ে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।