রাজনীতিরাজ্যের খবর
Trending

ভোট উৎসবে স্বতঃস্ফূর্ত উপস্থিতি মহিলাদের

The Truth Of Bengal: ভোটের লাইনে মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সাত সকালে দেখা যায় মহিলাদের দীর্ঘ লাইন। হাতে ভোটার পরিচয়পত্র নিয়ে তারা লাইনে দাঁড়ান নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। কোচবিহারের একটি বুথে দেখা গেল মহিলাদে বড় লাইন।

ভোটদানে উৎসাহ দেওয়ার জন্য ব্যাপক প্রাচার চালাচ্ছে নির্বাচন কমিশন। সবাইকে ভোটদানে উৎসাহ দেওয়া হচ্ছে। কমিশনের সেই চেষ্টা যে সফল মহিলাদের ভোটের লাইনে উপস্থিতি প্রমাণ করছে। এদিন সকালেই ভোটের লাইনে দাঁড়ানো মহিলারা সকালে বাড়ির কাজ সেরে হাজির হন ভোটকেন্দ্রে।

অনেকে সকাল সকাল ভোট দিয়ে বাড়ি ফেরার জন্যও প্রথমে ভোটকেন্দ্রে উপস্থিত হন। একেবারে সাত সকালে মহিলাদের এমন দীর্ঘ লাইন দেখে অনেকের মত, দুপুরের দিকে গরম এড়ানোর জন্য তারা সকালের দিকটা বেছে নিয়েছেন।

Related Articles