রাজ্যের খবর

অনুব্রত বিজয় সম্মেলন নিয়ে জল্পনা সিউড়ি ২ নম্বর ব্লকে

Speculations about Anubrata Vijay conference in Seuri 2nd block

Truth Of Bengal: পার্থ দাস,বীরভূম: বীরভূম জেলা কোর কমিটির নির্দেশে অনুব্রত মণ্ডলের বিজয় সম্মেলন অনুষ্ঠানের একটি তালিকা প্রকাশিত করা হয়। এই তালিকা অনুযায়ী ১৭ তারিখ থেকে মুরারই দিয়ে শুরু হয়েছে এই বিজয়ের সম্মেলন। কিন্তু সেই তালিকায় বাদ গেছে সিউড়ি 2 নম্বর ব্লক।

আর তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। কারণ অনুব্রত মণ্ডল যেকোনো অনুষ্ঠানের শুভ সূচনা করতেন সিউড়ি 2 নম্বর ব্লকের বান্ধব সমিতির মাঠ থেকে। কিন্তু এবারে তার জেল থেকে ফিরে আসার পর কোথাও যেন ব্যতিক্রম দেখা গেল। তার অনুষ্ঠানের তালিকাতে তড়িঘড়ি সেই চাপানউতোর কমাতে ফের বীরভূম জেলা কোর কমিটি বিজয় সম্মেলনের আরেকটি তালিকা বের করেন।

সেই তালিকায় সিউড়ির এক নম্বর ব্লকের পাশাপাশি ২ নম্বর ব্লকের কর্মসূচি রাখা হয়। একই দিনে দুটি সময়ে সেই কর্মসূচি রয়েছে। ২১ অক্টোবর সোমবার সিউড়ি দু’নম্বর ব্লকে তিন ঘটিকায় রাখা হয়েছে অনুব্রত মন্ডলের বিজয় সম্মেলন কর্মসূচি। আবার ঠিক তিনটে ত্রিশ নাগাদ সিউড়ির বেণীমাধব স্কুল মাঠে রাখা হয়েছে অপর কর্মসূচি।

সিউড়ি ২ নম্বর ব্লকের রাজ্যস্তরের নির্বাচিত তালিকায় বিজয় সম্মেলনী অনুষ্ঠানে নাম ঘোষণা হয়েছে দেবাংশু ভট্টাচার্যর।  তার কর্মসূচি সিউড়ি দু নম্বর ব্লকের পুরন্দরপুর বান্ধব সমিতির মাঠে। সেখানেই কর্মসূচি রয়েছে অনুব্রত মণ্ডলেরও। এখন  প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে যে অনুব্রত মণ্ডলের দু’নম্বর ব্লকের অনুপস্থিত থাকার কারণেই কি এই দেবাংশু ভট্টাচার্যকে আনা হয়েছে?

তবে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরতে আবারো প্রকাশ্যে না হলেও অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব এখনো মেটেনি। তবে এ বিষয়ে গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ সিউড়ি দু’নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল কে জানানো হয়েছিল বিজয় সম্মেলন অনুষ্ঠানে।

তিনি বিভিন্ন জায়গায় কর্মসূচি করছেন তবে সিউড়ি ২ নম্বর ব্লক কি কারনে বাদ গেল, পরে আবার লিস্টে নাম জুড়লো, পুরোটাই রাজ্য স্তর থেকে জেলা স্তরের ব্যাপার। আমরা কোর কমিটিকেও জানিয়েছি। আহ্বান করেছি, আমন্ত্রণ জানিয়েছি এই বিজয় সম্মেলনে। সিউড়ি ২ নম্বর ব্লকের এখন দেখার বিষয় এই বিজয় সম্মেলন অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল হাজির থাকবেন কিনা।

তবে দল একটি তৃণমূল কংগ্রেস, লিডার একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যা নির্দেশ দেবেন সেই পথেই পরিচালনা হবে অনুষ্ঠান। তাই রাজ্যস্তর থেকে যে তালিকা ঘোষণা হয়েছে সেই তালিকা মতনই বিজয় সম্মেলন অনুষ্ঠানে পালন করা হচ্ছে বীরভূমে।

Related Articles