মাঘী পূর্ণিমা উপলক্ষে কান্দির শতাব্দী প্রাচীন দোহালিয়া দক্ষিণা কালী মন্দিরে বিশেষ পূজোর আয়োজন
Special pooja organized at Dakshina Kali temple on the occasion of Maghi Purnima

The Truth of Bengal: মায়ের কাছে পুজো দিয়ে মনস্কামনা পূরণের আশায় বহু মানুষ আসে এই দিনটিতে। মাঘী পূর্ণিমা উপলক্ষে কান্দীর দোহালিয়া কালী মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। কথিত রয়েছে এই মাঘী পূর্ণিমার থেকেই নাকি কলি যুগের সৃষ্টি হয়।
কান্দির শতাব্দী প্রাচীন দোহালিয়া দক্ষিণা কালী মন্দির এক বিশেষ পূজা পাঠ ও যোগ্যের মধ্য দিয়ে এদিনের মাতৃ আরাধনায় উন্মুক্ত হয় সকল ভক্তবৃন্দ। এই দিন পূজিত হয় এক কুমারী। বহুদিন থেকেই মাতৃরূপে কুমারী পূজোর এই প্রথা মাঘী পূর্ণিমার দিনে হয়ে আসছে বলেই জানিয়েছেন মন্দিরের সেবাইত পলাশ মুখার্জী। একই সঙ্গে রীতি মেনে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়।
মন্দিরের অপর এক সেবাইত গিরিশ পান্ডা জানান, কোন ভক্তের দৃষ্টিশক্তি কমে গেলে তারা মন্দিরের দুধ পুকুরে এসে স্নান করে মায়ের পূজো দিয়ে, চরণামৃত গ্রহণ করে, চোখে লাগালেই দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার এক প্রথা জন্ম জন্মান্তরের। এই মন্দিরে পুজো দিয়ে ভক্তেরা পান অপার শান্তি। মনস্কামনা পূরণের জন্য সকলেই আসেন এখানে পূজো দিতে।