রাজ্যের খবর

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার ও অন্যান্য বিষয়ের পরামর্শ কর্মসূচি

Special Needs Products Children's Rights Advisory Program and other issues.

The Truth Of Bengal: বীরভূম জেলার জেলাশাসকের কনফারেন্স হলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে এই সমস্ত শিশুদের নানা রকম চাহিদা সহ একাধিক বিষয়ে আলোচনা করা হয়। একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিভাবে তার পরিবার, তার বাবা মা কে বুঝবেন বা চিনবেন তা নিয়েই আলোচনা করা হয় এই সভায়।

অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে ব্যানার লাগাতে হবে ও তাতে কিভাবে সরকারি সুবিধা পাওয়া যাবে তা নিয়েও বক্তব্য রাখা হয় এই আলোচনা সভায়। পাশাপাশি তাদের কাছে সরকার কি কি ব্যবস্থা করেছে, এবং এখনো পর্যন্ত বীরভূম জেলায় কতগুলি বিশেষ চাহিদা পূর্ণ শিশুদের হোমে রাখা হয়েছে, তাদের কিরকম দেখভাল হচ্ছে, তারা সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে কিনা এই সমস্ত বিষয়েও আলোচনা করা হয়। এছাড়াও এই সব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দিয়ে যে সকল ক্রাইমমূলক কাজ করানো হয় সেগুলি প্রতিরোধ করা এবং এখনো পর্যন্ত কতগুলি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অপরাধ মূলক কার্যকলাপে যুক্ত আছে সেটারও তথ্য তুলে ধরা হয় এই আলোচনা সভায়।

বীরভূম জেলায় কতজন এরকম বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ভাতা সহ শিক্ষা দান, তাদের ব্যবহারের গাড়ি থেকে শুরু করে স্পিড সরঞ্জাম, সমস্ত কিছুর উপর আলোচনা করা হয় এই বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায়। এছাড়াও উপস্থিত ছিলেন শিশির শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন বীরভূমের সিউড়ি কোর্টের আইনজীবী ও বিচারকরা।

Related Articles