রাজ্যের খবর

যেখানে ভুতের ভয় সেখানে সন্ধ্যে হয়, কুসংস্কার রুখতে স্বাস্থ্য দফতরের বিশেষ উদ্যোগ

Special initiative of health department to prevent superstition

The Truth of Bengal: যুগের সঙ্গে পাল্লা দিয়ে টেকনোলজির উপর ভরসা করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়াই তো বুদ্ধিমানের কাজ। কিন্তু তারপরও এখনও বহু গ্রামের মানুষকে গ্রাস করছে কুসংস্কার। এবার সেই কুসংস্কার দূর করতেই জেলা স্বাস্থ্য দফতরের বিশেষ উদ্যোগ। অনুষ্ঠিত হল সচেতনতা শিবির উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে।

ভয় পাচ্ছেন? ওঝার সাহায্য নেওয়ার কথা ভাবছেন আপনিও? ভাবছেন ওঝা পাবেন কোথায়? এবার আপনার ওঝা খোঁজার দিন শেষ। ওঝা পেতে আপনাকে পৌঁছে যেতে হবে কালিয়াগঞ্জে।  নিশ্চই ভাবছেন আচমকা আপনাদের ওঝার খোঁজ দেওয়ার কারণটা কী?  না না, আপনাদের ওঝার খোঁজ দেওয়ার উদ্দেশ্য আমাদের নয়, আসলে এই উন্নত টেকনোলজির যুগেও এমন কুসংস্কারে মোড়া গ্রাম রয়েছে। যেখানও ২০২৪ সালে দাঁড়িয়েও মানুষের বিশ্বাস অপদেবতা, অপমৃত্যুর মতো শব্দতে।  গ্রামের নাম কালিয়াগঞ্জ। সেখানে আতঙ্কের অপর নামই অপমৃত্যু। অপদেববতার ভয়ে সন্ধে হতেই ঘরবন্দি হয়ে পড়েন বাসিন্দারা। শরনাপন্ন হন ওঝার। কালিগঞ্জের চক শিবানন্দ গ্রামের ছবি এমনই। ২৬ এপ্রিল এক ব্যক্তির আত্মহ্যার পর অপদেবতার আতঙ্ক আরও বেশিভাবে গ্রাস করেছে গোটা গ্রামের মানুষকে।

এই  খবর ছড়িয়ে পড়তেই বাসিন্দাদের মন থেকে কুসংস্কার দূর করতে স্বাস্থ্য দফতরের বিশেষ উদ্যোগ। কালিয়াগঞ্জের চক শিবানন্দ প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয় সচেতনতা শিবির। ডেপুটি সিএমওএইচ মলয় আদক এবং বিএমওএইচ শেখ মুজরাইল রহমানের উপস্থিতিতে জেলা ব্লক স্বাস্থ্য দফতরের মানসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই শিবির অনুষ্ঠিত হয়। যে শিবিরে কুসংস্কার বিরোধী সচেতনতার বার্তা দেওয়া হয়।

টেকনোলজি এগোচ্ছে দ্রুত গতিতে। তৈরি হয়েছে এআই প্রযুক্তি। এই এআই নির্ভর দেশের একটা ছোট্ট গ্রাম কালিয়াগঞ্জের চক শিবানন্দ। সেখানকার মানুষের জীবন এই টেকনোলজির গতির সঙ্গেই পাল্লা দিয়ে এগোতে থাকুক, চাইছেন ওই সচেতনতা শিবিরের মানসিক বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রত্যেকেই।

Related Articles