রাজ্যের খবর
সাগরপাড়ায় থেকে সকেট বোমা উদ্ধার , তীব্র আতঙ্ক এলাকায়
Socket bomb recovered from Sagarpara, intense panic in the area

The Truth Of Bengal, মুর্শিদাবাদ : ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার । ঘটনাটি ঘটে সাগরপাড়া থানার সাহেবনগর অঞ্চলের রায়পাড়ায়। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, স্থানীয় বাসিন্দারা ওই বাগানের মধ্যে বিভিন্ন কাজ করতে যায় তারা । ছাগল,গরু নিয়ে যায় অনেকেই ওই বাগানের মধ্যে দিয়ে, বাজার হাটে যাতয়াত করেন। ছেলে মেয়েরাও যখন তখন খেলা ধুলা করতে বাগানে যায়। বোমা উদ্ধার হওয়ার পর থেকেই ওই বাগানে যেতে চাইছে না কেউ ।
এরই মধ্যে পুলিশ মোট আটটি তাজা সকেট বোমা উদ্ধার করে।কিন্তু কীভাবে বাঁশ বাগানের মধ্যে বোমার ব্যাগ এল এবং এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ প্রসাশন।
Free Access