রাজ্যের খবর

আসানসোলের কুলটিতে শ্যুট আউট, খুন মাইক্রো ফিনান্স সংস্থার মালিক

Shoot out at Coolty in Asansol, Khun owns a micro finance company

The Truth Of Bengal : উজ্জ্বল দাসগুপ্ত, পশ্চিম বর্ধমান, আসানসোল, কুলটি : আসানসোলের কুলটিতে দিনদুপুরে চললো গুলি, শুটআউট কাণ্ডে খুন মাইক্রো ফিনান্স সংস্থার মালিক। ঘটনাটি ঘটেছে আসানসোল পুরনিগমের কুলটি থানার চিনাকুড়িতে।

জানা যায়, সোমবার বেলা পৌনে বারোটা নাগাদ প্রকাশ্য দিবালোকে চিনাকুড়ি এলাকায় একটি বেসরকারি মাইক্রো ফিনান্স সংস্থার অফিসে ঢোকে এক দূষ্কৃতি। তার মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। সে অফিসের মধ্যে বসে থাকা উমা শংকর চৌহানকে গুলি করে খুন করে। খবর পেয়ে ঘটনাস্থলেই কুলটি থানার পুলিশ আসে। এরপর গুলিবিদ্ধ উমা শঙ্কর চৌহান ( ৩৫) কে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ওই অফিসের কর্মরত অন‍্যান‍্য কর্মীরা বলেন, “এক দুষ্কৃতি এসে উমা শঙ্কর চৌহানকে লক্ষ্য করে পরপর ৪/৫ রাউন্ড গুলি করে। সেই গুলিতে জখম হয়ে অফিসের মধ্যে লুটিয়ে পড়ে উমাশংকর। পরে তার মৃত্যু হয়। আরো জানা গেছে, এই ঘটনার কয়েক মিনিট আগে এক যুবক অফিসে এসে একজনের খোঁজ করছিল। কিন্তু ওই নামে অফিসে কেউ থাকেনা বলা হলে, ঐ যুবক চলে যায়। তারপরেই মুখ বাঁধা ওই যুবক আসে।

আগামী ১৩ মে আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে, ঠিক তার আগেই ভোটের মুখে এই ধরনের ঘটনা ঘটায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে এডিপিসির ডিসি ওয়েস্ট অসিত মুর্মু জানিয়েছেন, “গুলি কাণ্ডের তদন্ত শুরু হয়েছে। পুলিশ প্রাথমিক পর্যায়ে সিসি টিভির ফুটেজ ও অন‍্যান‍্য ইলেকট্রনিক্স মাধ‍্যমের তথ‍্য খতিয়ে দেখছে। একই সাথে অফিসের অন‍্যান‍্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও পরিবারের অন‍্যান‍্য সদস‍্যদের সাথেও কথা বলা হবে। তদন্তের স্বার্থে পুলিশ সমস্ত দিকই খতিয়ে দেখবে।”

Related Articles