রাজ্যের খবর

কোন্নগরে শিশু খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়,গ্রেফতার মৃত শিশুর মা ও তাঁর বান্ধবী

Sensational turn in Konnagar child murder case

The Truth of Bengal: কোন্নগরে শিশু খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। গ্রেপ্তার মৃত বছর আটেকের শিশুর মা ও তাঁর বান্ধবী। মঙ্গলবার ক্ষিদিরপুর বান্ধবীকে তাঁর ওয়াটগঞ্জ থানার খিদিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় নিজের ঘরে নৃশংসভাবে খুন হন আট বছরের শিশু শ্রেয়াংশু শর্মা।

এর পর ঘটনার তদন্ত শুরু করে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ। বাড়িতে যখন কেউ ছিল না সেই সময় নিজের ঘরে টিভি দেখছিল ছোট্ট শিশুটি। এর পর ঘর থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় চারদিনের মধ্যেই কিনারা করে ফেলল পুলিশ। ধৃতরা হল শান্তা শর্মা ও তাঁর বান্ধবী ইফফাত পারভিন।

মঙ্গলবার শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস উত্তরপাড়া থানায় সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, শান্তা ও ইফফাতের গভীর বন্ধুত্ব ছিল। শান্তার বিয়ে হয় ২০১২ সালে। বিয়ের আগে থেকেই ছিল সেই বন্ধুত্ব। পারভিনের বিয়ে হয় ২০১৮ সালে। তবে মাস খানেকের মধ্যে স্বামীর ঘর ছেরে চলে আসেন তিনি।

Related Articles