রাজ্যের খবর
Trending

বিলুপ্তির পথে এই বিরল প্রজাতির পাখি, দেখে বলুন তো চিনতে পারেন কিনা

See if you can recognize this rare species of bird on the way to extinction

The Truth Of Bengal : মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান :  পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের অন্তর্গত পলাশপুল এলাকার একটি নার্সারিতে দেখা মিলল এক বিরল প্রজাতির পাখি। আর সেই পাখিকে দেখার জন্য বিভিন্ন জেলা থেকে ও এলাকার মানুষজন দেখতে আসছে এবং ক্যামেরা বন্দি করার জন্য বহু মানুষের ভিড় ধরা পড়লো।

বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পাখি দেখা যায় তবে এমন পাখি দেখা মেলেনি কখনো। তাই মানুষ দেখতে ভিড় করছে ও ক্যামেরা বন্দি করতেও ব্যস্ত নার্সারি একটি কাঁঠাল গাছে সেই পাখি বাসা বেধেছে। জানা যায় এই পাখির নাম বাংলায় ‘কালো ঘার রজন’ তবে নাকি মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে দক্ষিণ ভারত থেকে গরমের সময় এই পাখি আসে। তবে এই পাখি গ্রাম বাংলা এলাকায় একদম দেখা মেলে না পূর্বস্থলীর পাখির চর এলাকার মাঝিদের মারফত খবর পৌঁছে যায় কলকাতার ওয়াইল্ড লাইফ সদস্যদের কাছে। আর তারপরেই নার্সারিতে ভিড় জমে। অনেকেই ক্যামেরা নিয়ে হাজির হচ্ছেন ছবি তোলার জন্য। এই দিন নার্সারীর মালিক বলেন দিন দশেক আগে এই পাখি এখানে এসে বাসা বাঁধে খবর‌ জানাজানি হওয়ার পর থেকেই বহু মানুষ বিভিন্ন জেলা ও এলাকা থেকে আসছে

Related Articles