রাজ্যের খবর

যাত্রীবাহী সরকারি বাসের ধাক্কায় আহত স্কুটি চালক, বিক্ষোভ স্থানীয়দের

Scooty driver injured after being hit by a passenger government bus, protests by locals

Truth Of Bengal: শিলিগুড়ি, বিশ্বজিৎ সরকার: শনিবার শিলিগুড়ি মহাকুমার ফাঁসি দেওয়া ব্লকের সদরগছে যাত্রীবাহী সরকারি বাসের ধাক্কায় আহত স্কুটি চালক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে এদিন এক ব্যক্তি স্কুটি নিয়ে বিধাননগরের দিকে আসছিলেন। ঠিক সেই সময় শিলিগুড়ি থেকে একটি যাত্রী বোঝাই সরকারি বাস রায়গঞ্জের দিকে যাচ্ছিল তখনই সদরগছে যাত্রীবাহী সরকারি বাসটি স্কুটিতে ধাক্কা মারে। এবং স্কুটিটি বাসের নিচে ঢুকে গিয়ে গুরুতর আহত হয় স্কুটি চালক।

এই দেখে স্থানীয়রা তড়িঘড়ি আহত স্কুটি চালক কে উদ্ধার করে বিধান নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। তবে সেখানে তার অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনার পরেই সরকারি যাত্রীবাহী বাসের চালক বাস রেখে পালিয়ে যায়। এবং স্থানীয়রা ক্ষুদ্র হয়ে উঠেন। পরবর্তীতে স্থানীয়রা ২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।

এই পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধান নগর থানার পুলিশ। পথ অবরোধ প্রায় আধ ঘন্টা চলে যার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যদিও পুলিশ প্রশাসনের আশ্বাসের পর পথ অবরোধ তুলে নেন স্থানীয়রা। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ২৭ নম্বর জাতীয় সড়ক বেহাল অবস্থায় পড়ে রয়েছে যার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। যদি বড় কোন দুর্ঘটনা হয় তাহলে তার দায় কে নেবে অবিলম্বে প্রশাসনের উচিত জাতীয় সড়ক মেরামতি করা। অপরদিকে গোটা ঘটনা তদন্ত নেমেছে বিধান নগর থানার পুলিশ।

 

Related Articles