রাজ্যের খবর
সায়ন্তিকা ও রেয়াত যেন অধিবেশনে যোগ দিতে না পারেন, রাজ্যপালকে চিঠি শুভেন্দুর
Sayantika and Reyat cannot attend the session, Subhendur writes to the Governor

Truth Of Bengal: তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেন যেন বিধানসভা অধিবেশন কক্ষে না থাকেন। এই আরজি জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। এই দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। রাজ্যপালের পক্ষ থেকে শপদ গ্রহণ করাতে বলা হয়েছিল ডেপুটি স্পিকারকে।

কিন্তু তাতে রাজি না হওয়াতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। ‘শপথ’ বৈধ নয় বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। সেই কারণেই অধিবেশন কক্ষে যাতে এই দুই বিধায়ক না থাকে তার জন্য আর্জি জানিয়েছেন বিরোধীদল অভিনেতা।