রাজ্যের খবর

কচুরিপানা থেকে তৈরি হচ্ছে শাড়ি, বয়ন শিল্পে নয়া দিগন্ত শান্তিপুরে

Sarees are made from kachuripana

The Truth of Bengal: পরিত্যক্ত বা অব্যবহৃত নানা জিনিস দিয়ে ব্যবহার যোগ্য অনেক সামগ্রী তৈরি করা হচ্ছে আজ। বাড়ি বাড়ি থেকে সংগৃহীত পচনশীল এবং অপচনশীল বর্জ্য প্রক্রিয়াকরণ শুরু হয়েছে সরকারি তত্ত্বাবধানে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনও কাশফুলের ফাইবার, কখনও কচুরিপানার ফাইবার থেকে বস্ত্র বয়নের সম্ভাবনার কথা বলেছিলেন। সেই ভাবনার বাস্তবয়ন। অভিনব উপায়ে জলাশয়ের কচুরিপানা থেকে তৈরি হচ্ছে পরনের শাড়ি। তাঁত শাড়ির আঁতুড়ঘর শান্তিপুরে বস্ত্রবয়ন শিল্পের নতুন দিগন্ত খুলে গেল। কচুরিপানা জলাশয়ে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করে।

সেই পানা দিয়ে কি কিছু করা যায় না? এই ভাবনায় টাটা কোম্পানির এনভারমেন্টাল ডিপার্টমেন্টের চিফ জেনারেল ম্যানেজার গৌরব কুমার আনন্দ কচুরিপানা নিয়ে নিয়ে কাজ করা স্বচ্ছতা পুকারে নামে স্বেচ্ছাসেবী সংগঠনের পরামর্শদাতা হিসেবে যুক্ত হয়ে নতুন কিছু করার চিন্তাভাবনা করেন। পরীক্ষামূলকভাবে কাজ শুরু হয় শান্তিপুরে। এলাকার বিভিন্ন ডোবা পুকুর থেকে থেকে কচুরিপানা সংগ্রহ করে তা থেকে তন্তু বের করা হয়। পড়ে সেই তন্তু থেকে স্পিনিং মিল থেকে সুতো তৈরি করা হয়। সেই সুতো দিয়ে তৈরি হচ্ছে বাহারি শাড়ি। উদ্যোগী কৌশিক মণ্ডল জানিয়েছেন, টেকসই এবং ক্রেতাদের ক্ষমতার ওপর নজর রেখে প্রায় ৪০০ শাড়ি ইতিমধ্যেই তৈরি হয়েছে।

যা সাড়া ফেলে দিয়েছে ইউরোপ আমেরিকা মতো দেশগুলিতে। তাদের সংগঠনকে পুরস্কৃত করা হয়েছে এই অভিনব উৎপাদনের জন্য।অত্যন্ত যুগোপযোগী এই প্রকল্পে আগামী দিনে প্রচুর মানুষের কর্মসংস্থান হতে পারে। কীভাবে কচুরিপানা থেকে শাড়ি তৈরি হচ্ছে তা দেখতে মুম্বাই শান্তিপুরে এসেছে থেকে ফ্যাশন ডিজাইন এবং বস্ত্র বয়ন সংক্রান্ত পড়াশোনা করা গবেষক ছাত্রছাত্রীরা। আগামী দিনে অত্যন্ত কম মূলধন বিনিয়োগের এই ব্যবসায় আসতে আগ্রহী হবেন অনেকেই। তবে তার জন্য প্রসারিত করতে হবে ভিন্ন এই ভাবনাকে। একদিকে সম্ভাবনার নয়া দিগন্ত খুলে যাওয়া, অন্যদিকে কচুরিপানা সংগ্রহের ফলে বর্ষাকালে উপকৃত হবেন মৎস্যজীবীরা। নদী এবং বিভিন্ন জলপথ হয়ে পড়বে না অবরুদ্ধ।

Related Articles