রাজ্যের খবর

জলের তোড়ে ভাঙল সাঁকো, চিন্তায় গ্রামবাসীরা

Sanko was broken by the water, the villagers were worried

Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস ফেরিঘাটের অস্থায়ী বাসের সাঁকো ভেঙে গেল জলের তোড়ে। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় বন্ধ যাত্রী পারাপার। সমস্যায় পূর্ণার্থী ও যাত্রীরা। নদিয়ার শিবনিবাসে রয়েছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। ফলে এই ঘাট দিয়ে পুণ্যার্থীদের যাতায়াত।

এছাড়াও শিবনিবাস পাবাখালী, কৃষ্ণপুর, মধুপুর ,খাটুরা বিভিন্ন জায়গা থেকে এই পথ দিয়ে যাতায়াত করে বহু মানুষ। ফলে বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় তারা যাতায়াত করতে পারছেন না। এব্যাপারে শিবনিবাস ফেরিঘাটের কর্মরত জয়দেব সিংহ জানান, চার দিনের অতি বর্ষণের ফলেই অস্থায়ী ব্রীজের উপর দিয়ে জল বইছে। তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব খেয়া পারাপার চালু করার।

এব্যাপারে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য লিটন বিশ্বাস বলেন, তিনি খবর পেয়ে ফেরিঘাট পরিদর্শনে যান । অতিরিক্ত বৃষ্টির ফলেই চুন্নি নদীতে জল বেড়ে গিয়েছে যার ফলেই জলের তোড়ে ভেঙে গিয়েছে অস্থায়ী বাঁশের সাঁকো। তিনি ঘাট মালিকদেরকে অনুরোধ করেন যত দ্রুত সম্ভব ফেরিঘাট দিয়ে যাতায়াত স্বাভাবিক করার। যদিও যতক্ষণ না পর্যন্ত বাসের সাকোটি ঠিক করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত হয়রানি হতে হচ্ছে গ্রামবাসীদের। এখন যাতায়াতের একমাত্র সাঁকো ভেঙে যাওয়াতে দুশ্চিন্তায় রয়েছে গ্রামবাসীরা।

Related Articles