রাজ্যের খবর
৮০০ কিলোমিটার সাইকেল চালিয়ে কুম্ভ জয় বছর ৪৭ এর সঞ্জিত মজুমদারের
Sanjit Majumdar, 47, won the Kumbh Mela by cycling 800 kilometers

Truth Of Bengal: সঙ্গী একটি সাইকেল। তার সামনে লাগানো ভারতের জাতীয় পতাকা। রয়েছে স্বামী বিবেকানন্দের ছবি। সাইকেলের পিছনে সোলার প্যানেল। আর সেই সাইকেল নিয়েই টানা ১৩ দিন প্যাডেলে পা দিয়ে পৌঁছে যান প্রয়াগরাজে। মহাকুম্ভে স্বামী বিবেকানন্দের বাণী এবং ছবি সকলের মধ্যে ছড়িয়ে দেন।
কলকাতার তিলজলার বাসিন্দা বছর ৪৭ এর সঞ্জিত মজুমদারের প্রথম থেকেই ভ্রমণ পিপাসু মন। কোন কিছুই আটকাতে পারে না বাঙালির ঘুরে বেড়ানোর অদম্য ইচ্ছা ও মনোবলকে আর সেই ইচ্ছাশক্তি ও মনের জোরে ভর করেই অনন্য নজির গড়ে তুলেছেন কলকাতার তিলজলার বাসিন্দা সনজিৎ মজুমদার। ২৩ জানুয়ারি সাইকেলে করে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। উদ্দেশ্য স্বামী বিবেকানন্দের আদর্শ এবং বাণী সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। ৮০০ কিলোমিটার পথ ১৩ দিনে অতিক্রম করেন।
প্রায় পাঁচ দিন সেখানে স্বামী বিবেকানন্দের ছবি এবং বাণী সকলের মধ্যে প্রচার করেন। ১১ তারিখ কলকাতার উদ্দেশ্যে আবার বের হন সঞ্জিতবাবু। অসম্ভবকে সম্ভব করে তার বহু পুরনো সাইকেলকে সঙ্গী করেই এই ভ্রমণযাত্রা। আরামের সফর করার সাধ্য না থাকুক সঙ্গী সাইকেল তো আছেই, সঙ্গে নিয়েছেন কিছু জামা কাপড়, সোলার প্যানেল। সঙ্গে ছিল মহাকুম্ভের পবিত্র গঙ্গাজল এছাড়াও নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস। কাতারে কাতারে ভক্তের সমাগম হচ্ছে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মহাকুম্ভে কিন্তু এবার সাইকেল নিয়ে কুম্ভ মেলার সফর যাত্রা দেখা মিলল কলকাতার তিল জলার বাসিন্দা সঞ্জিত মজুমদারের।
এদিন বর্ধমান শহর অতিক্রম করেন তিনি। তিনি জানিয়েছেন, মহাকুম্ভে কোথাও স্বামী বিবেকানন্দের ছবি নেই। তবে সেখানে উপস্থিত সন্ন্যাসীরা তাকে দেখে এই কাজে উৎসাহিত করেন। তিনি জানিয়েছেন, সেখানে উপস্থিত সমস্ত সন্ন্যাসীরাই স্বামী বিবেকানন্দকে আদর্শ এবং গুরু হিসেবে মানেন। তাই তার এই কাজ দেখে তারা ভীষণ খুশি। আগামী দিনে আবারো স্বামী বিবেকানন্দের আদর্শ এবং বাণী প্রচারের উদ্দেশ্যে তিনি অন্য কোথাও রওনা দেবেন এমনটাই জানিয়েছেন।