রাজ্যের খবর
Trending

বিতর্কের শিরোনামে ফের সন্দেশখালি, নেপথ্যে গৃহবধূ নিগ্রহের ঘটনা

Sandeshkhali again in the headlines of controversy, behind the scenes housewives rape

The Truth Of Bengal: চলতি বছরের শুরুর দিকেই হোক বা লোকসভা নির্বাচন চলাকালীনই হোক, একাধিকবার বিতর্কের শিরোনামে থেকেছে সন্দেশখালি। কখনও শেখ শাহজাহানের গুণ্ডা বাহিনীর আক্রমণ, কখনও বা তৃণমূলের ভাষায় চক্রান্ত-ষড়যন্ত্র করা বিজেপির ‘ভাঁওতাবাজি’, নানা ইস্যুতে সরগরম হয়েছে সন্দেশখালির একাধিক এলাকা। তবে, সন্দেশখালির মহিলাদের উপর অত্যাচারের ঘটনা প্রথম থেকেই যেন ধ্রুবক ছিল। যদিও, প্রথম থেকেই তৃণমূলের অভিযোগ ছিল, বিজেপি চক্রান্ত করে সবটা সাজিয়েছে।

সম্প্রতি, তৃণমূলের তরফে পোস্ট করা স্টিং অপারেশনের সেই ভিডিও-ই যেন হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে শাসক দলের কাছে। তবে, এবার আবারও মহিলা নিগ্রহের ঘটনা সামনে এল। সূত্রের খবর অনুযায়ী, বুধবার রাতে এক গৃহবধূকে টেনে হিঁচড়ে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। রাতের বেলা বাইরে কুকুরের ডাক শুনে বাইরে বেরিয়ে আসে ওই মহিলা। আর সেই সুযোগেই কয়েকজন তার মুখে কাপড় বেঁধে পুকুরের ধারে নিয়ে যায় বলে অভিযোগ করেছে ওই মহিলা।

মহিলার এও অভিযোগ, তার কাপড় ছিঁড়ে মুখ বেঁধে দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়ে ধর্ষণের চেষ্টাও করে। যদিও, শেষ পর্যন্ত দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পায় ওই মহিলা। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে তিনি সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে, পুলিশি তৎপরতা না দেখলে তিনি যে হাইকোর্টের দ্বারস্থ হবেন, সে কথাও স্পষ্ট করেছেন ওই মহিলা।