
The Truth of Bengal: বালি পাচার রুখতে কড়া প্রশাসন। তাও প্রশাসনের নজর এড়িয়ে কংসাবতী নদী থেকে অবাধে চলছে বালি তোলা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের সামাট, হোসেনপুরের অনেক এলাকায় এখনও সক্রিয় বালি পাচারকারীরা। নদী থেকে তোলা সেই বালি রাতের অন্ধকারে পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায়। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও বালি মাফিয়াদের দৌরাত্ম্যে ক্ষোভ ছড়াচ্ছে এলাকায়।
এদিকে, বালি পাচারকারীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। প্রশাসনিক সক্রিয়তায় অনেক জায়গায় বন্ধ হয়েছে বালি পাচার। তারপরও কিছু কিছু জায়গায় লুকিয়ে পাচার চালাচ্ছে মাফিয়ারা। এই যেমন মেদিনীপুরে চলছে। এই বিষয়ে দাসপুর ১ নং ব্লকের BLOR কৌশিক সামন্ত জানান, এখন নদীতে জল থাকার করণে বালি তোলার কাজ বন্ধ রয়েছে। তাও কেউ কেউ নদী থেকে বালি তুলে পাড়ে মজুত করে রাখছে।
পরে সুবিধামতো পাচার করছে। সেই পাচারকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি রাজস্ব আধিকারিক।নদী থেকে দেদার বালি তোলার কারণে বর্ষার সময় পাড় ভাঙছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তাই বারবার তাই বালি তোলা বন্ধের দাবি জানাচ্ছে এলাকার মানুষ। নদী থেকে বালি তোলা আটকাতে কড়া নজরদারি চালায় প্রশাসন। তাও কিছু মাফিয়া লুকিয়ে পাচার চালাচ্ছে। তাবে তাঁদের এই কাজে কোনও রেয়াত করা হবে না বলে জানিয়েছে প্রশাসন।
Free Access