
The Truth of Bengal: সাঁকরাইল থানার অন্তর্গত জয়নগর এলাকায় অভিনব কায়দায় সোনার দোকানে চুরির চেষ্টা চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার সকাল বেলায় চায়ের দোকানদার ফোন করতে এসে দোকানের সাটার দেওয়াল থেকে আলাদা অবস্থায় দেখতে পান। পরে দোকানের মালিক এসে দেখেন সিন্দুক ভাঙার চেষ্টা করা হয়েছে। তবে চোরেরা সিন্দুক ভাঙতে ব্যর্থ হওয়ায় সোনা নিয়ে যেতে পারেনি।
দোকানের মালিক জানান, দোকানে মূলত সোনার গহনা তৈরি করা হয়। পাকাপুক্ত কংক্রিটের দোকানে সাটার দেওয়াল থেকে আলাদা করে ফেলতে কীভাবে চোরেরা সক্ষম হলো তা নিয়ে তিনি বিস্মিত। তিনি মনে করেন, চোরেরা কোনো আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে।
ঘটনার পর সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। এলাকায় চুরির ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেন দোকানের মালিক। তবে সকালের ব্যাস্ততার কারণে পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ সন্ধ্যা পর্যন্ত দায়ের করতে পারেননি বলে জানান তিনি। পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে। চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।