রাজ্যের খবর

লাগাতার বৃষ্টিতে বেহাল রাস্তা! পাশে থাকার আশ্বাস তৃণমূল বিধায়কের

Road problem due to Heavy Rain

The Truth of Bengal: যোগাযোগের যোগসূত্র গড়েই জেলায় জেলায় অর্থনীতির হাল ফেরানো হচ্ছে। রাস্তাকে ঢেলে সাজিয়ে পরিবহণ ব্যবস্থাকে শক্তিশালী করার চেষ্টা  জারি আছে। বাংলার সরকারের সেই লক্ষ্যপূরণ করতে রাজ্য সড়ক থেকে অন্যান্য রাস্তার ভিত শক্ত করার উদ্যোগ দেখা যায়। প্রশাসন অগ্রাধিকারের ভিত্তিতে রাস্তা-নির্মাণ, সংস্কারও গতিশীল করার কাজে নেমেছে। সেই লক্ষ্যে ১১হাজার ৫০০ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। যার জন্য ব্যয় হয়েছে ৩ হাজার কোটি টাকা। তবুও লাগাতার বৃষ্টির জন্য কিছু রাস্তার হাল খারাপ হয়ে গেছে। একবছর আগে রাস্তা সারানো হয় দক্ষিণ বারাসত থেকে ময়দা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা।

কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই রাস্তার পিচ উঠে যায়। যারজন্য পথচারী থেকে গাড়ি চালক,সবাইকেই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। দক্ষিণ বারাসত স্টেশন সংলগ্ন এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন। ট্রেন থেকে নেমে নিত্য যাত্রীরা এই পথেই গন্তব্যে পৌঁছান। কাছেই রয়েছে ধ্রুবচাঁদ হালদার কলেজ।সেই কলেজে যাওয়ার অন্যতম প্রধান রাস্তাও এটি। দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ায় ছাত্র-ছাত্রীরা বিপদে পড়ছেন। সাধারণ মানুষও এই সড়ক সংস্কারের পক্ষে সওয়াল করছেন।

বিধায়ক বিশ্বনাথ দাস জানান, রাস্তা সংস্কারের ব্যাপারে পূর্ত দফতরের সঙ্গে কথা হয়েছে। কেন এক বছরের মধ্যে রাস্তা খারাপ হল, তা খতিয়ে দেখা হচ্ছে।  পুজোর আগেই পিচের রাস্তাকে চলাচল উপযোগী করা হবে বলে কথাও দিয়েছেন বিধায়ক। পাকা রাস্তার পাকা ব্যবস্থা হলেই পড়ুয়া থেকে রেলযাত্রী সবার সুবিধা হবে।প্রশাসনের কর্তারা বলছেন, আশা করা যায় উত্সবের আগে এই বেহাল রাস্তার হাল ফেরানোর সঙ্গে সঙ্গে,যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হবে।

Related Articles