রাজ্যের খবর
কল্যাণী এমসের সামনে পথ দুর্ঘটনা, আহত তিন
Road accident in front of Kalyani Aiims, three injured

The Truth Of Bengal : পথ দুর্ঘটনায় আহত তিনজন| ঘটনাটি ঘটে কল্যাণী এমসের সামনে। একটি যাত্রী বোঝাই অটো জাগুলি থেকে কল্যাণী দিকে আসছিল। আরেকটি পিকআপ ভ্যান কল্যানীর দিকে আসছিল ঠিক কল্যাণী এমস এর গেটের সামনে।
ফলে যাত্রী বোঝাই অটোটি পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা দেয়। যাত্রী বোঝাই অটোটি উল্টে যায়। ঘটনায় আহত হয় তিনজন।
তাদেরকে তড়িঘড়ি করে স্থানীয় বাসিন্দারা কল্যাণী জহরলাল নেহেরু হসপিটালে নিয়ে যান। শুরু হয় চিকিৎসা। তদন্ত চালাচ্ছে কল্যাণী থানার পুলিশ।
FREE ACCESS