রাজ্যের খবর
Trending

বসিরহাটে কুয়াশার জেরে পথ দুর্ঘটনা, আহত ১, তদন্তে হাড়োয়া থানার পুলিশ…

Road accident due to fog in Basirhat, 1 injured, police of Haroa police station investigating.

The Truth Of Bengal: দৃশ্যমানতা কম থাকায় পথ দুর্ঘটনা। আহত ১ যুবক, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হাড়োয়া থানার কলুপুকুর মোড় এলাকার  বোয়ালঘাটা থেকে একটি পাথর বোঝাই  ট্রাক কলুপুকুর মোড়ের দিকে আসছিল, অন্যদিকে কলুপুকুর এলাকার এক যুবক কাজে যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ঠিক তখনই হাড়োয়া রাজারহাট রোড ধরে রাজারহাটের দিক থেকে একটি গাড়ি হারোয়ার দিকে আসছিল। কলু পুকুর মোড় এলাকায় আসতেই দৃশ্যমানতা কমে যাওয়ায় পথচারী ওই যুবককে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি।

ঘটনায় গুরুতর আহত হয় পথচারী ঐ যুবক, স্থানীয়রা তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন । তার অবস্থা যথেষ্ট সংকট জনক।তবে কিভাবে ঘটল এই দুর্ঘটনা জানতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

Free Access

Related Articles