ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলে নজির গড়লেন কালিয়াগঞ্জ শহরের রিয়া রায়
Riya Roy of Kaliaganj city has set a precedent by getting his name in the India Book of Records

The Truth of Bengal : ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলে নজির গড়লেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বাঁশতলা এলাকায় নৃত্যশিল্পী রিয়া রায়। ছোট বেলা থেকে মামার বাড়িতে থেকেই বড় হয়েছে রিয়া রায়। নৃত্য,গান,রুপসজ্জা বিষয়ের উপরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠেছে তার।
গত ১২ জুলাই আবেদনের করে তার আবেদনের ভিত্তিতে ১৮ জুলাই রিয়া সিলেক্ট হয় তাকে ইমেলের মাধ্যমে জানানো হয়। আগামী ১০ ই আগাষ্ট দিল্লীতে যাবার জন্য বলা হয় পুরস্কার নিতে কিন্তু রিয়ার পক্ষে যাওয়া সম্ভব নয় তিনি মেলের মধ্যমে জানান। তার আবেদনের ভিত্তিতে কোরিয়ারের মাধ্যমে তার বাড়িতে পুরস্কার এসে পৌছায় বৃহস্পতিবার। তার এই সাফল্যে খুশি রিয়া রায় ও তার পরিবারের লোকেরা এবং তার নাচের স্কুলের কচিকাচারা থেকে শুরু করে অভিভাবকেরা।
ইণ্ডিয়া বুক অফ রেকোর্ডে নাম উঠায় বিষয়টি জানাজানি হতে পাড়া প্রতিবেশিরা তাকে শুভেচ্ছা জানাতে বাড়তে আসে, রিয়া রায়কে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানানো হয়। রিয়া ছোট বেলা থেকেই প্রতিভাবান। বিভিন্ন যায়গায় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বহু পুরস্কার পেয়েছে। সে আগামী দিনে নৃত্যের মধ্য দিয়ে তার নাম ছড়িয়ে দিতে চান। তার কাছে প্রায় ১০০ জন কচিকাচারা নৃত্য শিখছে।