রাজ্যের খবর

বাঙ্গুর পার্কে মিরা স্মৃতি আর্ট মেলা, রয়েছে প্রদর্শনী, কর্মশালা ও হস্তশিল্পের অভিনবত্বের সম্ভার

তার সঙ্গে রয়েছে সুতোর কাজ, পেপার কাটিং ওয়ার্ক, কাগজ কাটিং এর বিভিন্ন মূর্তি থেকে শুরু করে আরো হাতের কাজের সম্ভার।

তরুণ মুখোপাধ্যায়, হুগলী: রিষড়া শহরের বুকে এবছর এই আর্ট মেলা ৩৫তম বর্ষে পদার্পণ করল আয়োজক সংস্থা। দীর্ঘদিন ধরে চিত্রকলা ও শিল্পচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই প্রতিষ্ঠান। শুধুমাত্র রং তুলিতে আঁকা নয় বরং জীবন্ত প্রতিকৃৎ তুলে তুলে ধরাও তাদের লক্ষ্য। হাজারের অধিক ছবি দিয়ে তৈরি হয়েছে সেই আর্ট এক্সিবিশন। তার সঙ্গে রয়েছে সুতোর কাজ, পেপার কাটিং ওয়ার্ক, কাগজ কাটিং এর বিভিন্ন মূর্তি থেকে শুরু করে আরো হাতের কাজের সম্ভার।

আয়োজক সূত্রে জানা গেছে, সংস্থার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দু’হাজার। কর্ণধার তথা জনপ্রিয় চিত্রশিল্পী চঞ্চল ঘোষ জানান মোবাইল ও ইন্টারনেট নির্ভর বর্তমান যুগে মানুষের মধ্যে চিত্রকলার প্রতি আগ্রহ কিছুটা কমেছে ঠিকই, তবে মিরা স্মৃতি আর্ট মেলার মতো আয়োজন সেই আগ্রহ ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। বিশেষ করে নতুন প্রজন্মকে চিত্রকলার প্রতি আকৃষ্ট করতে সংস্থার এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে।

বড়দিনের সকালে রিষড়া বাঙ্গুর পার্কে এই চিত্র প্রদর্শনী দেখতে বহু শিল্পানুরাগী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। প্রদর্শনীতে বিভিন্ন ধরণের চিত্রকর্ম দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। শিল্পচর্চার এই উৎসব আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদী আয়োজকেরা।