ময়েশ্চারাইজার থাকলে নেওয়া হবে না ধান, উত্তেজনা হাটজানবাজারের কিষাণ মান্ডিতে
Rice will not be accepted if it has moisturizer, tension in Hatjanbazar Kisan Mandi

Truth Of Bengal: ধানে ময়েশ্চারাইজার থাকলে নেওয়া হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ায় বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত সিউড়ির হাটজানবাজারের কিষাণ মান্ডিতে। সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত তিলপাড়া গ্রাম পঞ্চায়েতের বদরউদ্দিন শাহ ৪০ কুইন্টাল ধান এনেছিলেন বিক্রি করার জন্য। কিন্তু ধানে ময়েশ্চারাইজার থাকার কারণে সেই ধান নেওয়া হবে না বলে স্পষ্টভাবেই জানিয়ে দেন আধিকারিকেরা। এরপরই ঘটনাস্থলে শুরু হয় চিৎকার চেঁচামেচি।
ওই কৃষকের দাবি, বাড়ি থেকে ধান বয়ে আনতে তাদের দু-তিন হাজার টাকা করে খরচ হয়। এমন অবস্থায় যদি ধান না নিয়ে ফের সেই ধান নিয়ে ফেরত যেতে হয় তাহলে খরচ আরো বেড়ে যাবে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এই ধরনের যে নিয়ম রয়েছে তা নিয়ে কোন বিজ্ঞপ্তি দেওয়া হয়নি কেন তা নিয়ে উঠছে প্রশ্ন। কুইন্টাল প্রতি পাঁচ থেকে সাত কেজি ধান বাদের পরও ময়েশ্চারাইজার থাকলেই ধান নেওয়া হচ্ছে না এমনই অভিযোগ করছেন চাষিরা।
যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে আধিকারিকেরা জানিয়েছেন, সরকারের নির্দেশ মেনেই সবসময়ই চাষিদের পাশে থাকা হচ্ছে। তবে এই ধরনের ঘটনায় চাষিদেরও তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। আর তা নাহলে সরকারকে ঠকানো হবে।