রাজ্যের খবর

কাজে ফিরুন ‘ভগবান’ আবেদন রোগীদের, মিলছে না ঠিকমতো পরিষেবা, কঠিন-জটিল রোগীদের সমস্যা বাড়ছে  

Return to work 'God' appeals to patients, not getting proper services, problems of difficult-complex patients are increasing

Truth of Bengal : তরুণী  চিকিত্সককে খুনও নির্যাতনের ঘটনার পর কেটে গেছে প্রায় ২০দিন। ৯অগাস্ট রাতে অবাঞ্চিত ঘটনা ঘটে। সেই ঘটনায় হাইকোর্টের নির্দেশে সিবিআই চিকিত্সক খুনের তদন্ত করছে। তদন্তকারীরা থ্রিডি ম্যাপিংয়ের মাধ্যমে হাসপাতালের অবাঞ্চিত খুনের কিনারা করার চেষ্টা করে। রাজ্যের সব অংশের মানুষ চান চিকিত্সকের নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেই ঘটনার সত্যসন্ধান করতে দাবি জোরদার করেছেন।

কেন্দ্রীয় সংস্থার তদন্তের মাঝে প্রশাসনিক প্রধান, চিকিত্সকদের কাজে যোগ দেওয়ার আবেদন করেছেন। সেই আবেদনে রাজ্যের জেলা,ব্লকও গ্রামীণ হাসপাতালের চিকিত্সকরা সাড়া দিয়েছেন,তবে কলকাতার হাসপাতালগুলোর চিকিত্সকরা তাতে সাড়া দেননি। অধিকাংশ হাসপাতালে জরুরি বা বিশেষ কিছু চিকিত্সা ছাড়া অন্যান্য পরিষেবা সেভাবে মিলছে না বলে রোগী ও রোগীর পরিজনরা বলছেন।

আরজি কর হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানে রোগীরা এলেও চিকিত্সকদের তত্পরতা সেভাবে দেখা যাচ্ছে না। নিত্যদিন রোগীরা আসছেন, কিছু মানুষ প্রয়োজনীয় চিকিত্সা পেলেও বাকিরা হয়রানির মুখে পড়ছেন বলে অভিযোগ। আরজি করের মতোই নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালেও পরিষেবা ব্যাহত হওয়ার ছবিটা আমাদের ক্যামেরায় ধরা পড়ে। রোগীরা বলছেন, প্রতিদিনই তাঁদের প্রত্যাশিত পরিষেবা মিলছে না।

কেউ কেউ বলছেন, সরকারি হাসপাতালে বরাবর ভালো পরিষেবা পাওয়া যায়।সেই আশা নিয়েই তাঁরা এখানে এসেছিলেন কিন্তু, দেখা যাচ্ছে যথেষ্ট ডাক্তার না থাকায় তাঁদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। অন্যদের মতোই রোগীরা বলছেন, চিকিত্সকদের কর্মবিরতির জন্য ফল ভুগতে হচ্ছে তাঁদের। এবার যেন  চিকিত্সকরা মানবিক ভূমিকা নিয়ে পরিষেবা প্রদানে উদ্যোগী হন।

রোগীও রোগীর পরিজনরা বলছেন, তাঁরাও চান সমাজের ভগবানকে যাঁরা নির্যাতন করে খুন করেছে তাঁদের শাস্তি হোক। অপরাধী সাজা পাক,হোক ফাঁসি। কিন্তু যাঁরা জীবন দেবতা তাঁরাই যেন জীবনরক্ষার ব্রতপালনে উদ্যোগী হন। সেই আবেদনে  কবে কলকাতার সরকারি হাসপাতালের চিকিত্সকরা পুরোপুরিভাবে সাড়া দেয় তাই দেখার।

 

 

 

 

Related Articles