রাজ্যের খবর

লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে প্রতিবেশীকে গুলি, গ্রেফতার অবসরপ্রাপ্ত সেনা কর্মী

Retired army man arrested for shooting neighbor with licensed gun

The Truth Of Bengal: অবসরপ্রাপ্ত সেনা কর্মীর বিরুদ্ধে লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে প্রতিবেশীকে গুলি চালানোর অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাড়ুই থানার বাতিকার গ্রামে।

সূত্রের খবর, মুক্তিপদ রক্ষিত নামে এক ব্যক্তি পাড়ুই থানার অন্তর্গত বাতিকার গ্রামে বসবাস করতেন। বুধবার ভোর চারটের সময় ওই ব্যক্তি তার বাড়ির গ্যারেজ খুল ছিলেন। অভিযোগ সেই সময় তারই প্রতিবেশী প্রাক্তন সেনা কর্মী গোষ্ঠ গোপাল হাজরা তাকে লক্ষ্য করে গুলি চালান। কিন্তু গুলি সরাসরি তার গায়ে না লেগে স্প্রিন্টারের আঘাতে তিনি জখম হন। এই ঘটনাই অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন মুক্তিপদ রক্ষিত ও তার পরিবারের সদস্যরা। তারপরই পাড়ুই থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করেন।

সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গোষ্ঠ গোপাল হাজরাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। তবে তিনি কেনো হঠাৎ করে গুলি চালিয়েছেন সেই বিষয়টি জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে বাতিকার গ্রামে উত্তেজনার পরিবেশের সৃষ্টি হয়। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ।

FREE ACCESS

Related Articles