রাজ্যের খবর

রেখা পাত্রের প্রচার ইস্যুতে রিপোর্ট তলব কমিশনের, কোন ঘটনায় জানেন?

Rekha Patra's campaign report on the issue of summoning commission, do you know the incident?

The Truth Of Bengal :  বিজেপি প্রার্থী রেখা পাত্র প্রচারে বাধা নিয়ে রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। কী ঘটেছে এমন ঘটনা ঘটল তা জানতে চাইল নির্বাচন কমিশন। কেন বিজেপির প্রার্থীকে প্রচারে বাধা পেতে তা জানতে চাইল মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর। আজ বিকেলের মধ্যে সমস্ত তথ্য চেয়ে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর।

উল্লেখ্য, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটে খড়িডাঙা এলাকায়। সেখানে প্রচারে গেলে রেখা পাত্রকে লাটি নিয়ে তাড়া করে স্থানীয় লোকজন। এদিন বসিরহাটের মাটিয়া থানা এলাকার খড়িডাঙা এলাকায় গিয়েছিলেন রেখা। সেখানে দু’পক্ষের ধস্তাধস্তির জেরে রণক্ষেত্রের চেহারা নেয়। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই গোলমালের ভেস্তে যায় রেখা পাত্রের কর্মসূচি।

রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভের ঘটনায় মহিলাদের উপস্থিতি ছিল বেশি। প্রথমে বিক্ষোভকারীদের সঙ্গে তর্কে জড়ান বিজেপি কর্মী-সমর্থকরা। পরে শুরু হয় হাতাহাতি। কিছুক্ষণের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় খড়িডাঙা এলাকা। গ্রামের মহিলারা রেখাকে ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। সেই প্রশ্নে মেজাজ হারান রেখা পাত্র। গ্রামবাসীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি ঘোরালো হয়ে পড়লে নিরাপত্তারক্ষীরা দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যান রেখা পাত্রকে। সেই ঘটনায় রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের।

Related Articles