রায়গঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাতে শুরু একাধিক প্রকল্পের শুভ শিলান্যাস
Rayganj MLA Khageshwar Roy laid the auspicious foundation of several projects

The Truth Of Bengal: তিন গ্রাম পঞ্চায়েতের সাতটি রাস্তার সাথে দুটি জল প্রকল্পের শুভ শিল্যানাস করলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। সব মিলিয়ে প্রায় চার কোটি টাকার কাজের সুভ সুচনা হয়।
জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার অধিন সুখানী গ্রাম পঞ্চায়েতের একটি রাস্তা পানিকউরি গ্রাম পঞ্চায়েতের তিনটি ও বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের দুটি রাস্তার কাজের সুভ সুচনা হল বৃহস্পতিবার। এর পাশাপাশি (পি এইচ ই ডির) জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সুখানী গ্রাম পঞ্চায়েতে একটি রিজারভার ও বেলাকবা তে পাপই লাইনের কাজের সুভ সুচনা করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, সাথে ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, রণবীর মজুমদার অরিন্দম ব্যানার্জি, সহ অনেকে।
সব মিলিয়ে রাজ্যে সরকারের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির অর্থ তহবিল থেকে প্রায় এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাস্তার জন্য অন্যদিকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অর্থ তহবিল থেকে প্রায় তিন কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে এই কাজের জন্য। এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, ” রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যেভাবে উন্নয়ন শুরু হয়েছে তার অঙ্গ হিসেবে রাজগঞ্জ বিধানসভায় উন্নয়ন শুরু হয়েছে। সেই উন্নয়নের অঙ্গ হিসেবে আজ জলের রিজার্ভার ও পাইপলানের কাজ সাথে বেশ কিছু রাস্তার কাজের শুভ সূচনা করা হল। শুধু উন্নয়ন আর উন্নয়ন, চারদিকে উন্নয়ন ছড়িয়ে পড়েছে।
FREE ACCESS