রাজ্যের খবর
Trending

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রামপুরহাটে সংস্কৃতিপ্রেমী মানুষের দাবি পূরণ, কাজ শুরু রক্তকরবীর

Rampurhat Raktkarbir is going to be renovated

The Truth Of Bengal: দীর্ঘ প্রতীক্ষার অবসান। বীরভূমের রামপুরহাটে সংস্কৃতিপ্রেমী মানুষের দাবি পূরণ হতে চলেছে। তার জন্য অবশ্য হস্তক্ষেপ করতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। সংস্কার হতে চলেছে রামপুরহাটের সাংস্কৃতিক মঞ্চ রক্তকরবীর। সংস্কারের জন্য মোট DPR জমা দেওয়া হয়েছে ৫ কোটি ৬৩ লক্ষ টাকার। প্রথম পর্যায়ে কাজের জন্য অনুমোদন এসেছে ৯৯ লক্ষ ৪৬ হাজার টাকার। খুব শীঘ্রই এই কাজ শুরু হবে। এবার রক্তকরবীর তালা খোলার অপেক্ষা।

বীরভূমের রামপুরহাট শহরে একটি মাত্র সাংস্কৃতিক মঞ্চ আছে। যার নাম রক্তকরবী। কয়েক বছর ধরে সেটি বন্ধ হয়ে পড়েছিল। আবার যাতে রক্তকরবী খোলা হয়, তাঁর জন্য একাধিকবার রামপুরহাটের সংস্কৃতিপ্রেমী মানুষ আবেদন জানিয়ে আসছিলেন। রক্তকরবী মঞ্চ খোলার দাবিতে আন্দোলন বা প্রতিবাদ হলেও তাল আর খুলছিল না। চলতি মাসের ২৩ তারিখ কালীঘাটে বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন, রক্তকরবীর বর্তমান অবস্থা কেমন। সেই সময় মন্ত্রী ফিরহাদ হাকিম রক্তকরবীর দুর্দশার কথা জানান মুখ্যমন্ত্রীকে। তারপরেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যত তাড়াতাড়ি সম্ভব রক্তকরবীর উন্নয়নের জন্য কাগজপত্র তৈরি করা হোক। আর এর পরেই রামপুরহাট পুরসভার পুরপ্রধান সৌমেন ভকত সমস্ত কাগজপত্র তৈরি করে জমা দেন। রক্তকরবী সংস্কারের জন্য মোট DPR জমা দেওয়া হয়েছে ৫ কোটি ৬৩ লক্ষ টাকার। তার মধ্যে সিভিল ওয়ার্কের জন্য প্রথম অনুমোদন এসেছে ৯৯ লক্ষ ৪৬ হাজার টাকা। খুব শীঘ্রই এই কাজ শুরু হবে বলে জানান রামপুরহাট পুরসভার পুরপ্রধান।

এলাকার সংস্কৃতিচর্চার অন্যতম কেন্দ্রটি বন্ধ হয়ে পড়ে থাকায় হতাশ হয়েছিলেন রামপুরহাটবাসী। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই রক্তকরবীর তালা খুলতে চলেছে। আবার সেখানে নানা অনুষ্ঠান হবে। বাড়বে সংস্কৃতি চর্চা। এলাকার মানুষ চাইছে, এবার দ্রুত কাজ শুরু করে শেষ করা হোক। আবার স্বমহিমায় ফিরুক রক্তকরবী।

Free Access

Related Articles