রাজ্যের খবর

জমা জলের যন্ত্রণা থেকে মুক্তি, রায়গঞ্জ পুরসভা বসালো অত্যাধুনিক পাম্প

Raiganj Purasavar

The Truth of Bengal: একটু বৃষ্টি হলেই জল জমে যেত। সেই জল সহজেই নামতে চাইতো না। জমা জলে নাকাল হতে হতো সাধারণ মানুষকে। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য এতদিন পুরসভার কাচ্ছে বারবার দরবার করেছে এলাকার বাসিন্দারা। অবশেষে পদক্ষেপ করল পুরসভা। জমা জলের যন্ত্রণা থেকে মুক্তি দিতে রায়গঞ্জের নেতাজিপল্লিতে পাম্পিং স্টেশন বসালো রায়গঞ্জ পুরপ্রশাসন। পুরসভার এই পদক্ষেপে খুশি শহরবাসী। এবার থেকে আর জমা জলে নাকাল হতে হবে না। বৃষ্টিতে জমা জল সহজেই নেমে যাবে। আগে জমা জল বেরিয়ে যাওয়ার জন্য আগে এখানে নয়ানজুলি ছিল।

এখন রেল দফতর সেই জমি ভরাট করে একাধিক বাড়ি বানিয়েছে। ফলে জল জমলেও তা বের হওয়ার উপায় ছিল না। তাই পাম্পিং স্টেশন বসানোর উদ্যোগ নেয় পুরসভা। উদ্বোধন করেন রায়গঞ্জ পুরসভার পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস। উপস্থিত ছিলেন উপ পুরপ্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। পাম্পিং স্টেশন উদ্বোধন করার পর পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, রায়গঞ্জ পুরসভার উদ্যোগে শহরে প্রথম পাম্পিং স্টেশন তৈরি করা হল।

এই পাম্পিং স্টেশনের মাধ্যমে জমা জলের যন্ত্রণা থেকে মুক্তি পাবে পুরসভা এলাকার মানুষ।উন্নয়নের দৌলতে আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে রায়গঞ্জ পুরসভা এলাকা। নাগরিক পরিষেবার সবকিছু পান শহরবাসী। কিন্তু, এতদিন শহরে ছিল না কোনও পাম্পিং স্টেশন। এবার সেই সমস্যা দূর করল পুরপ্রশাসন। এখন থেকে আর জমা জলের কারণে সমস্যায় পড়তে হবে না মানুষকে। বৃষ্টিতে জল জমলেন পাম্প করে দ্রুত নামিয়ে দেওয়া হবে। পুরসভার এই উদ্যোগে খুশি মানুষ।

Free Access

Related Articles